তব চঞ্চল চোখের চাহনি
আমায় মাতাল করে।
তব আঁখিপল্লবের শোভা
আমায় মাতাল করে।
সখী, মেঘলাদিনে
তোমায় বিনে
কাটে না মোর বেলা!
করিতে খেলা
তোমার সাথে
সাধ মোর চিতে জাগে।
তব হৃদয়রক্তরাগে
আমার আঁখি জাগে
নিশীথের আঁধারে
আমার আঁখি জাগে।
আমারে কোরো না হেলা
করব আমি খেলা
তোমারি সনে।
সখী, তোমারই সনে।
তুমি আমার আয়তলোচনা,
তুমি আমার গজদন্তিনী।
তুমি আঁধার হিয়ার একটুকু জোছনা
তুমি আমার শ্রেয়া।
তুমি আমার শ্রেয়া।
শ্যামলী চেহারার ওই যে ঝলক
দেখেছিল এ আঁখির পলক।
তোমারে ভালোবাসি।
শুধু তোমারেই ভালোবাসি।