অয়ি মহারাণী,
হে আমার ঘরণী!
আর বার ধরা দাও
আমার এ হৃদয়পুরে
প্রণয়ের কথা কও
সংগোপন মায়াবি সুরে!
তুমি মোর নও শুধু বধূ,
তুমি মোর প্রাণের বঁধু!
প্রতিটা তাহাজ্জুদের পানি তুমি
তোমাকে পাওয়ার তরেই বনেছি রুমি
এ-যুগের;
হৃদয়ে সুখ ঢের!
প্রভুর পথে চলে চলে
তোমারে লভেছি দুয়ার বলে
পড়ি যদি মহাক্রান্তির কবলে
তোমারেই ভালোবাসব ছলে!
তুমি যেন মোর চন্দ্রিকা;
বিদ্রোহী বাণী হোমশিখা;
তুমি মম চোখের আলোর আধার!
তুমি শ্রেষ্ঠা, তুমি শ্রেয়া
ভাসিয়ে প্রেমের খেয়া
হৃদয়ে তব, টুটাব সকল আঁধার!
তুমি স্নিগ্ধা, তুমি রানি,-
মানে না যারা এ বাণী
তাদের চোখে পড়েছে হয়ত ছানি!
ওই জান্নাতেও ইন্ শা আল্লহ্ তুমি আমার
সাক্ষী ঐ মহান রব, সাক্ষী কলি এ জামার!
" আল্লহ্ই হক, বাকিসব বাতিল।
মানে না যারা, তারা সালুনের পাতিল!"
— হাতে হাত রেখে চলে চলে
মহান রবের এ কথা বলে বলে
করব পার আমাদের এই জীবন।
মানুষের প্রেমে একাকার হয়ে মাতাব এই ভূবন!
— সেখ আজমাইল
— ১৫:০৫, কেডি মেস
— কলকাতা - ৭০০০১০
— ২৩/০১/২০২৪