মনে হতে পারে মোর বদনখানি দেখে,
উড়ে এসে জুড়ে বসেছে কালিঝুলি মেখে।
তবু হৃদয়মাঝে আমার ছবি আঁকিতে যদি চাও,
হে বন্ধু, ঘৃণার নয়, ভালোবাসার চাদরে জড়াও।

ওগো বন্ধু আমার, নাই-বা হলাম ধলা
মনের যত কথা যাবে না কি তবে বলা?
তুমি শুধু বাহির হতে হেরিতেছ মোরে কালো,
অন্তর-পানে মেল আঁখি, বাসিবেই মোরে ভালো।

আমারে কুশ্রী বানিয়েছে যে,
তোমারে সুশ্রী বানিয়েছে সে।
কীসের এত অহম তব তবে?
কেমনে তুমি বিশ্বপ্রেমিক হবে?

আঁখির পানে চাহিলে মম দেখবে কী সে সেজে!
নয়ন কভু পুড়বে না মোর তোমার রূপের তেজে!
হে মোর বন্ধু, যদি কভু তব হৃদয়পুরে
প্রেমের ফসল যায় গো আত্মশ্লাঘায় পুড়ে,
যদি গো তোমার  ঐ হৃদয়ের মাঠে নিরন্তর খরা,
মোর হৃদয়-পানে চেয়ে দেখো প্রেমের প্লাবনে ভরা!
                        

                              — সেখ আজমাইল
                                       ০৯.০৬.২০২১,
                                            বুধবার
                                    গলাতুন, পূর্ব বর্ধমান
                                    সন্ধ্যা ৭:৩৩