একদিন আমি আর সে দু'জন,
কাটাইব দিন ফোনের ওপার হতে।
তারে শোনাব আমার পরাণ-পাখির কূজন,
ভেসে যাব দোঁহে প্রশান্তির মূল স্রোতে।
তারই হৃদয়বিহঙ্গের কূজনে,
হারিয়ে যাব প্রেমের দেশে দু' জনে।
যদিও থাকে সে যোজন যোজন দূরে,
প্রেমের ফসল পাঠাব তারে হৃদয়যানে মুড়ে।
তারি সম্মুখে যদি মোর ওষ্ঠাগত প্রাণ,
তখনও তারে দানিব প্রেম, করবে না সে মান।
সে হবে না মোর শুধু বাসনাসঙ্গিনী বধূ,
সে যে হবে মোর মানসরঙ্গিনী বঁধু!
পিরিতি চাদরে জড়ায়ে তাহারে,
চূড়ায় আরোহিব দোঁহে প্রেমের পাহাড়ে।
প্রভুর কালাম শোনাব তারে মাথা রেখে তার কোলে,
আকাশ-বাতাস মুখরিত হবে জীবনানন্দের কলরোলে।
ভরে যাবে দুটি হৃদয় বিশ্বপ্রভুপ্রদত্ত সাকিনায়
ইন শা আল্লহ্, জোশ খেলে যাবে প্রভুর রহমতের দরিয়ায়।
... সেখ আজমাইল
গলাতুন, আগস্ট ২, ২০২১; রাত্রি ২:৪৩