বন্ধুবৃত্তে আমার অতটা পরিচয় নেই আর,
শুধু  তোমার হব বলে আমি হারাই ক্ষণে ক্ষণে।
কার‌ও লাগি মোর কাঁদে না হিয়ার মাঝার
কাউকে রাখি না আমার মনে।
শুধু তোমায় পাব বলে আমি হারাই ক্ষণে ক্ষণে॥

যাহাকে ভালোবেসেছিনু সে আমারে চাহে নাকো আর
ক্রন্দন করে গভীর নিশীথে আমার হিয়ার মাঝার।
গভীর রাতে জায়নামাজে আমি
তোমারেই ঢুঁরি— জানে অন্তর্যামী।
কাউকে রাখি না মনে
হারাই ক্ষণে ক্ষণে
শুধু তোমায় পাব বলে
অন্তর্বাষ্পে আঁখি মম যায় গলে॥

কাহার বালা তুমি?
জিনিলে স্বপ্নে আমার হৃদয়-ভূমি!
খুব শিগগির তোমার ইমাম হব।
তাহাজ্জুদের জায়নামাজে কাঁদিয়া কাঁদিয়া মরি
তুমি মাঝি হয়ে চালাবে শীঘ্র আমার জীবনতরী।
আখেরাতেও ইন শা আল্লহ্ তোমার আমি রব॥

শুধু তোমায় পাব বলে আমি হারাই ক্ষণে ক্ষণে।
কাহারেও আমি রাখি না মোর এই মনে॥
শুধু তোমার হব বলে
প্রতিটা পলে পলে
আমি চোখ নামিয়ে চলি
নিজের সাথেই ছলি!
আমি তোমার রবের প্রেমিক হয়েছি
গভীর রাতে জায়নামাজে কত কথা কয়েছি:
তুমি জানো না, হে অনাগতা আহলিয়া মোর
নিশি মোর হয়ে যাবে একদিন মায়াভরা ভোর।
কাহারেও আমি রাখি না আমার মনে।
শুধু তোমায় পাব বলে আমি হারাই ক্ষণে ক্ষণে॥