মনের মাঝারে দুখের মেঘ উঠেছে গর্জনি
খুব মিস করি সেই দু-খানা তর্জনী।
কলেজের ক্যাম্পাসে কাটানো দিনগুলি মনের পটে ভাসে
চৌদ্দখানা সোনামুখ ভাসে মোর হিয়ার ক্যানভাসে।
চায়ের পেয়ালায় চুমুক দেওয়া দিনগুলি মনে পড়ে
নিরালায় মোর নয়নদু'খানি ঝরে!

হিয়াভরা মোর বেদনা এখন
প্রতিরাতে আঁখি ঝুরে!
দেখি নাকো আর রঙিন স্বপন
হিয়া কাঁদে মম কুঁড়ে কুঁড়ে।
বাসতে ভালো এই মহীরে এসেছিলেম আমি
মানুষ আমার দিল না হতে পূরণ সেই আশা।
সব কথা মম জানে অন্তর্যামী
ভুলে গেছি ভালোবাসা।

রোজ নিশীথে কেঁদে কেঁদে
নয়নদু'টি হস্তে বেঁধে
মরি আমি পলে পলে।
ভুলে গেছে তারা
বন্ধু ছিল যারা
বেদনার মালা ঝোলে আজমাইলের গলে॥

নেই কোনো আর বাঁচার আশা
মরে গেলেই শান্তি যত।
স্বপ্ন যত বুনেছে এ চাষা
ফসলরূপে পেয়েছে ক্ষত।
হে বন্ধু, করে যাও অবহেলা
এবার আমার বিদায় নেবার পালা।
করে যাও নব নব রূপে হেলা
মোর মরণেই মিটবে যত বালা।