শোনো ঐ বেহায়া নারী
আমাদের থেকে রহ দূরে!
প্লিজ, আমার ক্বলবের নূর
নষ্ট করিও না, অয়ি ভগ্নীসমা।
আমাদের ক্ষমা করে দাও
তোমাদের প্রতি হয়ত আমরাও খারাপ ব্যবহার করে
ফেলেছি অজান্তেই,
মননের গভীরে কল্পনায়!
আবার আমরাও তোমাদের কল্পনা থেকে নিরাপদ নই!
আমাদের পিতামাতাকে উলঙ্গ করেছিল কে?
শয়তান ইবলিস।
গল্পটা সবাকার জানা...
তবু কেউ সাহস করে বলল না
সেই শিশুটির মতো,
রানি, তোর কাপড় কোথায়?
বাবার রাজকুমারীরা আজ বেশ্যার চেয়েও
নীচে নেমে গেছে;
বেশ্যারা তো টাকা নিয়ে পেট চালায়;
আর এরা নিজেকে সবার সামনে নগ্নের মতো প্রদর্শন করে নিজের আখের গুছিয়ে নেয়।
কিছু নরনারীর কাছে বহুগামী ও সমকামিতা
আরও কী কী সব অতি সাধারণ!
মেয়েটা আজও বিচার পেল না!
বিচরের বাণী নীরবে নিভৃতে কাঁদে!
তবুও...
এদের জ্ঞান সারাটা ক্ষণ মুখবইয়ে শুনতে হয়!
পুরুষেরা আজ অপাংক্তেয়, নারীরাই মহাজ্ঞানী।
উলঙ্গিনীরা ইনজিরি জানা জ্ঞানী।
তাহলে তারাই ঠিক!
কেন? আমি তো অবাক
ওরা ইনজিরিতে মারে বাক!
বাঙালি হয়েও বাংলা বলে না যারা
আমার জাতির কাণ্ডারী নয় তারা।
রবির করে মধুর বাণী গরম যদি হয়
নজরুল এসে গান গেয়ে কয়
সুন্দর করে গাহ গান।
এই সুন্দর গানে নাচিছে ওরা
সুর মিলিয়ে সানন্দে।
জানে-না ওরা এ-গান লেখা
কতটা কষ্ট করে লেখা।
কবির বুকের যাতনা হওয়া সহজ নয়, প্রিয়া!
উঠুক ফুলিয়া চিরকাল তোমারি হিয়া
দুঃস্বপ্ন দেখে সুখেরই রঙ মেখে
বলুক লোকে রূপসী...
নিশ্চয় ছোট্ট কিশোরটি বলবে,
রানি, তোর কাপড় কোথায়!!