সে আসুক পূর্ণিমা-চাঁদ হয়ে
আমার আঙিনা জুড়ে
তারই জয়গান লেখা থাকবে।
সে আসুক প্রভাতফেরি হয়ে
সে আসুক আয়না হুর হয়ে
সে আসুক গজদন্তিনী-আয়তলোচনা হয়ে।
হালালের শুভ্র প্রেম-চাদরে
আমাকে আবৃত করতে
সে আসুক রমজানের বাঁকা চাঁদ হয়ে
সে আসুক শওয়ালের খুশি হয়ে।
সে আসুক আমার হুমায়ারা হয়ে।
সে আসুক— বহুকাল ধরে প্রতীক্ষারত আমি।
সে আসুক আমার চক্ষু-শীতলকারিনী হয়ে!
সে আসুক জান্নাতের সাথী হয়ে।
সে আসুক আমার হিয়ার মাঝারে!
সে আসুক...