সাম্যের গান গাই
আমার চোখে পুরুষ-রমণী ভেদাভেদ আছে ভাই!
পোশাক-পরিহিতা উলঙ্গিনীর চেয়ে
ভালো না-শিক্ষিতা ভদ্র এক মেয়ে।

নদীর মতো আঁকাবাঁকা পথে হারিয়ে যাব বলেই
লিখিয়া মরি অমর কাব্য, ভরপুর কলোরোলেই!
       আমি পৃথিবীর বায়ুসম
পশিয়া বেড়াই সবার হিয়ার মাঝে।
সহিতে মোরে কেউ তো পারে না যে!

'গাহি সাম্যের গান'
সত্যের পথে হও আগুয়ান
সকল দিবস-রাতি।
চোখেতে নয়ন-বাতি
লাগায়া ঘুমাই
নিদের চুমায়
বিনিদ্র রজনী কাটাই!

দুই কর্ণে মম চশমা আঁটিয়া ঘুমানোর সাধ জাগে
মরুর বুকে ওই গোরস্থানের মধ্যভাগে!
গাহি সাম্যের গান—
সদা সত্যের পথে হ‌ও আগুয়ান!