আমার মন-সাগরের সাগরিকা সে,
লহরীর পর লহরী উদিছে,
আমি চির বিধ্বস্ত।
শিহরিত বুক,
ঊর্মির দুলুনিতে কম্পমান এ ভগ্ন হৃদয়।
আমার বাসনাবিহগ উড়িয়া বেড়ায়,
মেলে না সুধা মনে।
আমি আজি বড় ত্রস্ত।
বলিতে তাহারে পারি নাই কভু
বাসনা-বিহগ যাঁরে খোঁজে সে তুমি।
রূপসাগরের রাজ্ঞী তুমি,
আমার প্রাণের অর্ণবে বিরাজ সাগরিকা হয়ে।
অহর্নিশি নিয়ম না মেনে ঢেউ-এর পরে ওঠে ঢেউ।
আমি আজ শ্রান্ত, আর পারছি না।
হৃদয়ের এতো কাছে,
তবুও আমি অপারগ।
চেনা অচেনার ভিড়ে সব কিছুই অচেনা।
১৩/০৫/১৯, কলিকাতা, সোমবার, রাত্রি ০৮: ২০