গভীর নিশীথে স্বপ্ন-সায়রে
কমলের ন্যায়
ফুটিল আমার আমি।
প্রশ্ন করল বিমূর্ত আমার আমি,
বলল, সারাটা জীবন ভেবেই মর
লোকে কী বলবে।
অবশেষে তারা বলবে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন!
দ্যাখ, তুই যাদের সাথে মিশতিস তারা
সকলেই নিজের আখের গুছিয়ে নিয়েছে
শুধু তুই একা নিরুপায় হয়ে বাবা-মা'র ঘাড়ে
বোঝা হয়ে যাচ্ছিস!
দ্যাখ, তুই যাদের ভালোবাসতিস মন থেকে,
তারা তোর খবর পর্যন্ত নেয় না।
দ্যাখ, কত্ত একা তুই।
আর বাড় বাড়বি?
আর ছোটো হবি?
মানুষেরা সবাই স্বার্থপর!
এই পৃথিবীতে কেউ কারোর জায়গা করে দেয় না।
জায়গা করে নিতে হয়!