কাব্যের নাম : —কুর্আন্ই হক্ব
কবিতাসংখ্যা : — ১
হে বিশ্বপ্রভু, শোন!!!!!!!!!!!!!!!!!
আর কুদরতি আঙুলের কর গোন!!
তোরই কথা বলেছি বলে...............
করেছিস উন্মাদ ছলে-বলে-কৌশলে
তিন-তিনটি বার!!!!!!!!!!!!!!!!!!!
কসম তোর!!!!!
স্নিগ্ধ ভোর
না-যদি আর আসে
ঐ জান্নাতের আশে
আল-কুরআনের কথা
বলে হৃদয়ের ব্যথা
কভু মুছব না আর!
প্রিয়বন্ধু যদি যেনাকারী হয় হোক!!!!
তবুও মম হৃদয়-কুরআনের চোখ
তার 'পরে আর রাখব না
পাগলপারা হয়ে থাকব না
আর লোকের কাছে
উন্মাদ বলে পাছে!!!
রে খেয়ালি বিধি
নয়ননীর নিরবধি
ফেলব না আর।
রে আল্লহ্ শোন্!!!!!!!!!!!!!!!!
আর তোর কুদরতি কর গোন্!!
তাওবানলে করব নিয়ত হৃদয় ছারখার!!!
মাতাপিতা মোর নামাজ ছেড়ে
দেয় দিক মন দুনিয়া-খানে!
বলে রে খোদা; আমি কে রে
হুংকারিয়া করব কুরআন-জানে!
থাকিস যদি!!!!!!!!!!!!!!
জানি আছিস তবু............
কপোলে বহাস পাপাক্ত নদী
রে আল্লহ্, মোর খেয়ালি প্রভু
রে খেয়ালি বিধি! কুদরতি বক্ষ তোর
চুম্বিয়া ওষ্ঠাধরে আনিব ফের ভোর!!
(সংক্ষেপিত)
— সেখ আজমাইল
— ১০:৩৩, রাত্তির
— গলাতুন, ৭১৩১৪৫