হে মোর অনাগতা আহলিয়া,
হে মোর তাহাজ্জুদের নয়ননীর,
কোথায় আছ তুমি?
দাও দাও ধরা আমার এ বুকে,
তোমায় বিনা আর কত কাল কাটাই বলো একা!
সুবহে সাদিক হলে তোমায় নিয়ে বাঁধব সুখের গান
ঠিক শীতের একটা দিনে,
তোমার গভীর রাতের নামাজের ইমাম হব,
দাও দাও দাও ধরা মোর বুকে।
তোমায় খুঁজে খুঁজে আমি ক্লান, পরিশ্রান্ত:
এসো এসো এসো মোর বুকে,
দাহ ধরা মোর হৃদয়-মাঝারে!
হে মোর অনাগতা প্রিয়া,
রবের কালাম পড়ব তোমার কোলে মাথা রেখে।
হে ডাগর ডাগর চোখের মালকিন,
হে আয়তলোচনা-গজদন্তিনী;
আর কতকাল আসবে শুধু স্বপ্নে।
ঊষার প্রতিপালক জানে শুধু,
তোমায় আমি খুব করে চায়!
একাকিত্বে ভুগে ভুগে হয়রান হয়ে গেছি,
তোমাকেই আমি জীবনতরীর মাঝি বানাব।
আর দেরি কোরো না, শিগগির এসো।
দেখতে খুব একটা ভালো নই,
স্মার্ট নই আমি, শুধু একটু ডাকাবুকো ধরণের।
একা একা বোর হয়ে যাচ্ছি,
শুধু তোমাকে চাই,
শুধু তোমাকে দেব বলে এত্ত এত্ত কবিতা লিখি।
হে অনন্যা, আমার বুকে ধরা দাও।
হে অনাগতা, হে রূপে-গুণে শ্রেয়া, ধরা দাও!
ধরা দাও, দাও ধরা মোর বুকে!!
— সেখ আজমাইল
— কেডি মেস, ২৩:২৫, ১৯.১১.২০২৩