খোদা, তোমার হাবিবেরে
স্বপ্নে দেখাও মোরে!
তাঁর আখলাক মোর মন নিয়েছে কেড়ে!

খোদা, স্বপ্নে দেখাও মোরে তোমার হাবিবেরে
তাঁর আখলাক মোর মন নিয়েছে কেড়ে!

কামলিওয়ালা গেছে বহুকাল আগে
এই মোহমাখা দুনিয়া ছেড়ে চলে।
তবুও আজ‌ও দিবসের প্রথম ভাগে,
তার‌ই বাণী মনে সত্যের কথা বলে।

এই জীবনের চেয়েও প্রিয় সে মোর কাছে,
আমার পরিবারের আগেও সে মোর হিয়ার মাঝে!
হে মোর রব!
হে মোর সব!
প্রত্যহ নিশীথে আমি
স্বপ্নে তোমার হাবিবের দর্শন কামি!

যখন-তখন তার‌ই জয়গান এ হৃদয় গেয়ে ওঠে,
সহসা ফুটে ওঠে আমার এই দুই ঠোঁটে,
" বালাগল উলা বি কামালিহি,
কাসাফাদ্দুজা বি জামালিহি!
হাসনাত জামিউ খিস্বলিহি,
স্বল্লু আলাই হে ওয়া আলিহি!"
                
         ... সেখ আজমাইল
       গলাতুন, রাত্রি ১১:২৫, ০৪.০৯.২০২১

বি.দ্র. — এটা কোনো আবৃত্তি নয়, এটি আমার লেখা একটি ইসলামিক সংগীত, আজ থেকে দু-বছর আগের।
যদিও, এটা আবৃত্তি নয়, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য এবং আমার বেসুরো গলার জন্য আমি সত্যিই দুঃখিত! এটা নিয়ম ভঙ্গ করলে (যেহেতু আবৃত্তি নয়), তাই এটাকে ইচ্ছা করলে বাংলা কবিতা কর্তৃপক্ষ মুছে ফেলতে পারে!