মাটির ঘরে থাকি আমি
মৃত্তিকারেই বাসি ভালো!
নিজেই হলেম ঘরামি
মুছে গেল মোর আঁখির আলো।

আমি চাষার তনয়
সতত করি অভিনয়!
বোঝে না কেউ আমার কথা
অন্তরে মোর প্রচুর ব্যথা!

কর্ণকুহরে পিকের কুহুতান
ফুল ফুটি ফুটি করেও ফোটে না!
মনের ঘরে সুখের রব
উঠি উঠি করেও ওঠে না!

গেলেম চলে চিরদিনের তরে
হিয়ায় মম দাহ শরণ সবে!
    করি‌ও স্মরণ মোরে
দুনিয়া হতে বিদায় নেব যবে