অয়ি মৃগনয়না কামিনী
আমার দিবস-যামিনী
তোমার তরেই শুধু।
তোমারি লাগিয়া কুরবান মোর জান
তুমিই আমার প্রেম, তুমিই মোর প্রাণ
তুমি ছাড়া জীবন মরু ধু-ধু।
আদর করিয়া ডাকিতাম তোমা তিথি।
হেরিলে তোমা ভুলিতাম আমি জীবনের যত রীতি।
তোমারে আমি পাব না জেনেও ভালোবেসে যাই কত!
বেদনার বারি হিয়ার্ণবে বয়ে চলে অবিরত।
মর্মে আমার বক্ষভরা জানলেও তুমি হাসো
এত ভালোবাসি তবু আমারে নাহি তুমি ভালোবাসো।
সুহাসিনী তুমি, হাসিমাখা মুখ হেরিতে সদা চাই
যদি-বা কাছে মালাকুল মউত আসে ভাই।