মোর মাথা নত করে দাও, হে খোদা,
তোমার কুদরতি চরণতলে!
মোরে নিরহঙ্কার বানাও প্রভু
নয়ন ভাসিয়ে জলে॥
মোর ভাবনা যত ঘেরিয়া বেড়ায়
অসীম আশার লতা!
মোর অন্তর পুড়িয়ে ছারখার করে,
পাড়া-পড়শির নিঠুর কথা॥
মোর মাথা নত করে দাও, হে খোদা
তোমার কুদরতি পায়ের তলে।
মোর অহমিকা যত ধ্বংস হউক
আমার নয়নের জলে॥
পরের চোখে আমায় বড়ো করে দাও, হে প্রভু
আর তোমার চোখে করো ছোটো।
মোর হিয়ার যত মোহর আছে
রহম-নীরে টোটো!
মোর মাথা নত করে দাও, হে খোদা
তোমার কুদরতি পায়ের তলে।
পাপ যত মোর ধুয়ে ফেল আমারি চোখের জলে॥
— সেখ আজমাইল
২১.১১.২৪, ২০:৪৩, গলাতুন
(বি.দ্র. - গুরুদেবের "আমার মাথা নত করে দাও" - এর অনুকরণে লিখেছি)