ঝরে গেছে ফুল
করেছিল ভুল
ক্ষমার যোগ্য নহে।
মাতাল সমীরণ
বয়ে চলে অকারণ
বারণ না শুনে বহে।

ফুলটা যখন ছিল
পবনের তালে দুলেছিল
এই তার ভুল
ওহে, এই তার ভুল।
খোদার প্রেমের মজনু হতে চেয়ে
রয়েছিল সে এই ধরায় জীবন্মৃত হয়ে।

আজ ঝরে গেছে সে
আর কাছে এসে
মনের কথা বলবে না।
বৃথা ছলবে না।
ঝরে গেছে ফুল
ঝরে গেছে চিরতরে!
        — সেখ আজমাইল
       ৫/১/২০২৫
      গলাতুন