যে মানবতা মজলুমেরে সন্ত্রাসী দেয় আখ্যা
স্বস্বার্থ রক্ষিতে জালিমেরই পক্ষে করে ব্যাখ্যা,
সেই মানবতার পশ্চাৎদেশে মারি লাথি,
আমাদের পাও একদিন পরশিবে ঐ জালিমের বুকের ছাতি।
আর বেশি দেরী নাই মাহদী ঠিকই আসবে,
সন্ত্রাসীদের যতন করে দারুণ ভালোবাসবে!
আপন ভাইয়ের খুনীদের সাথে যুঝবে সেদিন যুঝবে।
মৃত্যুযাতনা কারে কয়, তারা বুঝবে সেদিন বুঝবে!
আমার ভাইয়েরা পাথর ছুঁড়ে চালায় সন্ত্রাস,
আর তোদের ভাইয়েরা বন্দুক থেকে ছড়ায় ফুলের সুবাস।
এটাই যদি মানবতা হয়, তবে আমি অমানব!
আমি সন্ত্রাসীদের খুন-পিয়ে-খাওয়া মুসলিম এক দানব।
পর্দানশীন বোনেরা আমার বেপর্দা আজি,
এটাই মানবতা? তবে ইহার বক্ষে লাথি মারতে রাজি।
রাতের আঁধারে ঘুমায় যারা নিশ্চিত মৃত্যু জেনে,
তারাই আজ মজলুম হল এক আল্লহ্রেই মেনে। অপরাধ শুধু এক আল্লহ্কে ভালোবাসে,
আমার ভাইয়ের খুনে রঞ্জিত হয়ে উল্লাসে
রে ভাই, মেতেছে আজি গোটা জাহান,
ভবলীলা সাঙ্গ হবেই, জালিম ঠিকই হবে খানখান।
মানবপ্রেমী হতে গিয়ে যদি গুলি খেতে হয় বুক পেতে,
আমি তবে তৈরি আছি ঐ ভণ্ড ইহুদিবাদীর খুন খেতে।
আমার ভাইয়ের ছোট্ট শিশুর 'পরে,
লাথি দিয়ে আঘাত যারা করে,
তারাই নাকি শান্তিপ্রিয়-শান্তিকামী,
তারাই দেয় অমিয় ভাষণ, সে অনেক দামী!
শালীন পোশাকে-মোড়া বোনেরা আমার অর্ধনগ্না হলে,
যে সমাজের মানুষ তাদের স্বাধীনচেতা বলে,
সেই সমাজের বুকে, বন্ধু, চল রে আজ মারি লাথি!
চল ভেঙে ফেলি ঐ সমাজপতিদের বুকের ছাতি!
সাদ্দামের মতন যদি কোনো বীরপালোয়ান এসে,
সন্ত্রাসীদের সোহাগ করে একটু ভালোবেসে,
যদি লাদেনের মতো কাহারো আগমন
ত্রাহি ত্রাহি রবে কাঁপিয়ে বিশ্ব নেভায় এ হুতাশন,
যদি রক্ষা করে জীবন তারা আমার ভাইবোনের,
তোমরা যদি সন্ত্রাসী বলো, আমিই তাদের বলব শের।
কখনও মনে হয়, হিটলারই ঠিক ছিল যেন
কৃতার্থ না হয়ে তারা কৃতঘ্ন হল কেন?
আশ্রিত যদি ঘুম কেড়ে নেয় গৃহস্বামীর,
শান্তিকামীরা যদি আশ্রিতরেই বলে বীর,
আমিও তবে কাটতে রাজি ঐ শান্তিকামীর উচ্চ শির,
অতঃপর গড়ব আবার শান্তিপূর্ণ সুখের নীড়!
আমরা কভু নোয়াব না'ক আমাদের এই শির,
মোরা বাঁচলে গাজী, মরলে শহীদ, মোরা মুসলিম রণবীর।
ইন শা আল্লহ্, আবার এ ধরায় আসবে কোনো ওমর
সেদিন তোরা দেখবি ঠিকই হক্বের দিকের সমর।
অথবা সালাউদ্দিনের মতো যদি কেউ আসে,
দেখবি সেদিন কেমন করে বিশ্ব কাঁপে ত্রাসে।
পুব আকাশে নতুন করে সুখের অরুণ উঠবে,
অত্যাচারীর অস্ত্রসকল একদিন ঠিকই টুটবে।
আমি সামান্য এক নর, কীই বা পারি করতে!
শুধু মুনাজাতে দু'হাত তুলে পারি তাদের স্মরতে।
..... সেখ আজমাইল
১৭/০৫/২০২১, সোম
গলাতুন, পূর্ব বর্ধমান