আমি যদি কবি হতাম,
তবে আমার শত শত কবিতার কারণ হতিস তুই।
তোকে দেখলে আমার হৃদয়ে বান আসে।
প্রেমের জোয়ারে ভেসে যাই আমি
যখন দেখি তোর ছবি।
তুইও জানিস না আমি কে!
কখন‌ই তোকে জানতে দেব না।
ভাবছিস নিন্দে হবে?
আসলে, আমি মেধায় আর যোগ্যতায় তোর চেয়ে অনেক অনেক নীচে!

হুরে ঈনের নাম শুনেছি।
কিন্তু তুই...
সত্যি বলছি, বিশ্বাস কর
তোর রূপের কাছে হুরে ঈন‌ও তুচ্ছ।
তবে আমার চোখ দিয়ে দেখতে হবে।