ইশ্কে ইলাহি করব হাসিল
তাই তো কাঁদি আমি।
সিক্ত কপোলেরই খবর
জানে অন্তর্যামী।
ঊষার প্রভুর দেখা আমার
পাইতে বড় ইচ্ছে হয়।
কেমনে পূরণ হবে এ স্বপন
এ আজমাইল মাসুম নয়।
ইশ্কে ইলাহি হাসিল করতে
রাজি আমি লড়তে।
ইশ্কে ইলাহি চাই আমার ইশ্কে ইলাহি চাই
তারই তরে এই আমারি জীবন-মরণ ভাই।
আমার ইশ্কে ইলাহি চাই!