মানুষেরে আমি বড় ভালোবাসি
তাই মনে হয় গোটা বিশ্বই আমার!
প্রভুরে স্মরিয়া যত দুখ নাশি
বাঞ্ছা জাগে ঐ পরপারে যাবার!
মানুষেরে যত ভালোবাসি
তত তাঁরা সুখ নেয় মম গ্রাসি
কিন্তু আমি নিলাজ-বিবাগিসম
তাঁহাদের করে যাই সম্ভ্রম!
পৃথিবীর বুক হতে চলে যেতে চাই
পরপারেও আমি যেন জীবনতরী বাই
আমার প্রভুর নামে!
এই তরী বেয়ে বেয়ে পূরণ হল সকল মনস্কাম এ!
প্রকৃতির মতো নিঃস্বার্থ প্রেম কোথাও নেই
প্রকৃতির প্রভুতে মজে আছি আমার আমিতেই!
— সেখ আজমাইল
২৫/০১/২০২৪; সকাল ৯:৩৩
কলকাতা - ৭০০০১০