আমি মাহমুদ দরবিশ নই;
আমি আমার জাতির সাথে
বিশ্বাসঘাতকতা করে তোমাকে
নিজের করে নিতে পারব না!
আমার প্রতিটা মুনাজাতে
আমি নিরন্তর তোমাকে
ভোলার দুয়া করে যাই!
তুমি দখিনা বাতাসের মতন:
তুমি সুন্দর; তোমাকে পাওয়ার
বাসনা তবু নেই!
আমি আমার জাতির সাথে
বিশ্বাসঘাতকতা করতে পারব না
কিছুতেই!
ফাঁসির হুকুম হওয়া কয়েদির
অন্তিম আশা সবসময় কি আর
পূরণ হয়?
না, কখনও নয়!
দ্যাখো, আমি অন্যদের মতো নই
আমি সোজাসাপ্টা কথা
বলতেই বেশি সাবলীল!
আমি অলীক স্বপ্নে বিভোর হওয়াদের
অন্তর্ভুক্ত নই!
তুমি সুন্দর— তা অস্বীকার করবার
ক্ষমতা আমার ছিল না, নেই আর
কস্মিনকালেও থাকবে না!
তুমি যোগ্যতা ও প্রাচুর্যে
আমার চেয়ে অনেক এগিয়ে!
তাই তোমাকে পাওয়ার আশা
করা আর মরুভূমির মরীচিকায়
পানির অনুসন্ধান করা একই!
প্রতিটি তাহাজ্জুদে চোখের
পানি ফেলে আমি রবের
কাছে ফরিয়াদ করি,
"হে জগতসমূহের প্রতিপালক!
তাকে বিস্মৃতির পাত্রী বানিয়ে দাও!"
সন্দেহাতীতভাবে তুমি সুন্দর;
তোমাকে পাওয়ার যোগ্যতা
আমার নেই!
আমি মাহমুদ দরবিশ নই;
স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে
পারব না কস্মিনকালেও!
— ১৬/০২/২০২৪
— ২১:২৫, গলাতুন