চতুর্দশপদী কবিতা - ১
— সেখ আজমাইল
প্রথম প্রেমের অনুভূতি কী— তা জানো?
মনে হয় সে মোর থাকুক পাশে পাশে!
চোখের আড়াল হলে হাল-ভাঙা কোনো
নাবিকের প্রায় অশ্রুতে নয়ান ভাসে!
মেঘবালিকা নাম ধরে তারে ডাকতে
যে তোমার মহা-বাসনা কি নাহি জাগে?
তারি দুখে দু' হাত দিয়ে অশ্রু ঢাকতে
সাধ জাগে না মনে? হৃদয়রক্তরাগে
ঠাঁই তারে দিতে এ-মন তব তো চায়!
তারি গলে রেখে হাত সিক্ত হতে মন
চায়। তারি দুখে গাল আঁখিধারে নায়!
মনে হয় তারে দেখে যাই অনুখন!
তবু প্রকৃতির মতো নিঃস্বার্থ প্রেম
তুমি পাবে না কোথাও— তা অমূল্য হেম॥
— সেখ আজমাইল —
— আশ্বিন ১১, ১৪৩০ বঙ্গাব্দ —
— জুমুআ' বার, ১৮:১৭ —