বলিয়াছ তুমি বাচাল আমি
সর্বহারা, অকিঞ্চন-তনয়।
সব কথা জানে অন্তর্যামী
ঘটুক বা মোর লয়।

ভালোবাসি আমি গগণের তারা
নাচে যারা অগোচরে!
আকাশের পটে
ফুটে ওঠে
এই সবহারা
মোর এ
হৃদয়তটে
প্রণয়জাহাজ নোঙর ফেলে
নিশিদিন-প্রতিদিন!

হ্যাঁ, আমিই রব
অকিঞ্চনের হৃদয়ের
গভীরের গভীরের গভীরে!
হ্যাঁ, আমিই শব, বিরাজি
সবাকার অন্তরে, যাহা মোহর-মারা মনে হয়!
      —সেখ আজমাইল
গলাতুন, ৭১৩১৪৫, পূর্ব বর্ধমান