পাখার সাথে ওড়না প্যাঁচায়া ঝুলে যেতে বড় ইচ্ছে জাগে
আজিও আমি পেলেম না ঠাঁই কাহার‌ও হৃদয়রক্তরাগে।
নিকোটিন বিষে শান্তি খুঁজে শেষ হয়ে যেতে চেয়ে
রয়ে গেছি আমি আজ‌ও পৃথিবীতে জীবন্মৃত হয়ে।
মনের গাঙে প্রেমের তরী ভেসে চলে যায় রোজ
আজিও আমি পেলাম নাকো মনের মানুষীর খোঁজ।

দু' আঁখি মুদিয়া ভ্রমিয়া বেড়াই সারা বিশ্ব
আঁখি খুলিয়া বুঝিবারে পারি আমি বড় নিঃস্ব।
চারিদিকে শুধু বাধা আর বাধা
কারো নয়, মোর চোখে শুধু ধাঁধা।
অন্তরে এক বোধ কাজ করে নিতি
লঙ্ঘিতে বড় ইচ্ছে জাগে বাধা জীবনের রীতি।

একটা সময় মনে হত হাজার বছর বাঁচি
মানুষের প্রেমে একাকার হয়ে মহানন্দে নাচি।
আজকে আর সে সাধ নেই, ইচ্ছেমৃত্যু কামি
গণতান্ত্রিক অধিকার বলে কেউ আসে না নামি।
হ্যাঁ, মরে যেতে চায় তোমাদের কবি আজমাইল
অন্তর যার বেদনার রঙে হয়ে গেছে সুনীল।

বাঁচার আনন্দ খুঁজিয়া ফিরেছি, ব‌ই পড়েছি কত
তবু হৃদয়সাগরে বেদনার বারি বয়ে চলে অবিরত।
রুমির প্রেমে মুগ্ধ হয়ে কবিতা পড়েছি কত তাঁর
রবির লেখাও জোগাইনি মোর আশা বেঁচে থাকার।
অন্তরে শুধু বোধ কাজ করে, আনমনা হয়ে হাঁটি
মরে যাওয়ার ঈপ্সা আমায় খুন করে চলে খাটি।

            — সেখ আজমাইল
             ২৪/০২/২০২৫