সবাই কিছু না কিছু করে
আমি শুধু একা পড়ে
পরিত্যাজ্য পথের ধারে!
সবাই ভালোবাসে
সবাই খেলে-হাসে
আমি ভাসি আঁখিধারে॥
সবাই কথা বলে
হেসে-খেলে চলে
কপোল মম ভাসে নয়নজলে!
সবাই গান গায়
প্রয়োজনে খায়
আমি কেঁদে মরি পলে পলে॥
পৃথিবীটা সবার কাছে স্বর্গসম, হায়,
সানন্দে করে দিনাতিপাত।
আমার কাছে নরকের প্রায়
কপোল ভেজাই সারা দিনরাত।
মরি-মরি করে দিন মোর যায়
নিশি বুঝি আজি ভোর হয় প্রায়।
কেমন করিয়া দিন কেটে যায়
বুঝি না সময় হারাই কোথায়!
সবাই কিছু না কিছু করে
আমি শুধু একা পড়ে
পান্থশালার মাঝে।
মুক্ত হিয়া বাহিরিতে চাহে
পিকের মতন গান গাহে
পরের আনন্দ-গান আমার শিয়রে বাজে॥
সবাই কিছু না কিছু করে
আমি শুধু একা পড়ে
বিষাদের তাজ পরে
মৃত্যু-পথের ধারে।
সবাই কিছু না কিছু করে
মম আঁখির নীর ঝরে
কপোল বেয়ে পড়ে
শ্মশ্রু নায় আঁখিধারে!
সবাই কিছু না কিছু করে
আমি শুধু মরি কেঁদে।
লোচনবারি পড়ে
ভাগ্যের চাকা দিয়ে কষে বেঁধে।
একটুখানি ভেবে
এলেম হেথা নেবে
ভ্রমিয়া বেড়াই নিখিল অখিল ব্যাপিয়া।
হেরিনু নয়নধার
ঘেরিয়াছে সংসার
আঁখিধার মম গণ্ডদেশ যায় ছাপিয়া॥
সবাই কিছু না কিছু করে
আমি শুধু একা মরি।
বিষাদের তাজ পরে
দুঃখের কানন গড়ি।
সৌরভে মোর গুলের
ফিরবে সবার বুকে গতি।
ক্ষমা হবে যত ভুলের
কেঁদেই যাব—এই মোর নিয়তি।
(সংক্ষেপিত)
— সেখ আজমাইল
গলাতুন, ২৭.১১.২৪, ২২:৪২