চারপাশে রঙ্গিন প্রান্তর,
সাজছে আপন মনে ।
সময় আর আমি দাড়িয়ে স্থির হয়ে ।
মস্তিষ্কের নিউরোনে গাঢ রঙিনের উপস্থিতি,
হঠাৎ মুগ্ধময় বোধ,
অলৌকিক স্বপ্নময় বোধ,
গান, সুর ও স্বর সাজে মনের ভিতর,
আগমনী বসন্তের শুভেচ্ছা জানাতে,
ফাটে শব্দ করে শিমুল গাছের কলি,
ভাসতে ভাসতে বাতাসে ছড়ায় তুলো আর বিচি।