নিভৃত্যে মোর মনরে শুধাই
কিসের তরে এত আয়োজন
ভুল নাই তুই হইবি জুদাই।

ভাবছিস যখন তোর নারি কেটেছে
ছুটবি তবে কীর্ষু যেথায়
ওরে,,,ছাড়া আছে তোর বিশাল কায়া
বাধাঁ আছে তোর হৃদয় নারি
টানবে তবে সংজ্ঞ রবে,নাটাইটা যে শুধুই তারই।।
(1-6-2013/comilla/gopalnagar)