সময়ের কাছে ভালোবাসা হেরে ব্যর্থ হলো প্রণয়
তোমার অপ্রেমে ভালোবাসা জন্ম লয়
আমি জানি না অত সব
জানি শুধু তাজমহলে কৃত্রিম প্রেম চলছে অনর্গল
যুবক-যুবতী অভিনয় করে উপহার দেয় সম্বল
আমি নিঃস্ব-সম্বলহীন কম্বল মোড়ে প্রিয়জন
শেমা তুমি কী এমন
সংসারি হয়ে ঘুরছ সারাক্ষণ।
তোমার চোখের সীমিত জায়গায়
অদৃশ্য চোরাবালির চাষাবাদ করেছ কখন।
জানি কোনো জীবন হুট করে থামে না এমন
শুধু থমকে যায় অলিখিত স্মৃতি পাতাঝরা শীত যেমন
যুদ্ধ করতে করতে যোদ্ধা শত্রু নেই এখন
হে শত্রু এখন যে তোমায় প্রয়োজন।