রঙ বেরঙের শাড়ি পরে
গুনগুনিয়ে মিষ্টি স্বরে
যাচ্ছো কোথায় ডানায় করে ভর?
দূর্বা ঘাসের মাঠ পেরিয়ে বন
খুশির বাঁধন যায় ছাড়িয়ে মন
প্রজাপতি ছুটছে নিরন্তর।
হাওয়ার রেলে ভাসিয়ে দুটি ডানা
রোজ বিকেলে দিচ্ছো কেমন হানা
গোলাপ টগর জুঁই চামেলি ফুলে,
নাকে তো নয় পায়েতে নাও ঘ্রাণ
আপন মনে জুড়িয়ে সবুজ প্রাণ
জমিয়ে রাখা মনের দুঃখ ভুলে।
আমারও মন তোমার মত ঠিক
রঙিন হাওয়ায় ছুটছে দিক বেদিক
তোমার প্রেমে পড়েই থাকে মন,
তোমার রঙে নিজকে রাঙাই ঢের
সূর্য ডুবার লগ্নটাকে পাই কী করে টের
তোমায় নিয়ে ভাবছি সারাক্ষণ।
প্রজাপতি একটু শোন বলছি কানে কানে
বারেক ফিরে তাকাও দেখি আমার পানে
থামাও তোমার ওড়ার গতি,
একটুখানি বসো যদি আমার হাতে
বন্ধু হতে চাইলে আমি তোমার সাথে
বলো তেমন কী আর ক্ষতি?