মেঘ তোমাকে দিলাম ছুটি আজ,
তোমার সাথে আজকে আড়ি
ফিরতে হবে জলদি বাড়ি
কারণ আমার হাতে অনেক কাজ।
সকালবেলা পূর্বাকাশে সূর্য উঠার অনেক আগে,
শিশির পায়ে ছুটতে হবে ঐ যে দূরে কুসুম বাগে।
গামছা ভরে কুড়ি্য়ে নেবো ফুল,
জিনান আমার পরবে মালা
দুহাত জুড়ে ফুলের বালা
নাকে নোলক এবং কানে দুল।
পরবে চুলের খোঁপাতে ফুল এবং পায়ে ফুলের নূপুর,
খুশিতে মন পাগালপারা উড়বে হাওয়ায় একলা দুপুর।
মেঘ তোমাকে দিলাম ছুটি আজ,
কাল পুতুলের বিয়ের লগন
রঙধনু রঙ ছড়িয়ে গগন
বধূর সাজে সাজবে নতুন সাজ।
সূর্যটাকে আড়াল করে আকাশ জুড়ে থাকলে পরে,
টগবগিয়ে ঘোড়ায় চড়ে আসবে রে বর কেমন করে?
মেঘ তোমাকে আজকে দিলাম ছুটি,
বর আসবে বাজবে সানাই
খুশির জোয়ার কানায় কানায়
খুশিতে মন খাচ্ছে লুটোপুটি।
সূর্যটা আজ নীল আকাশে সাজবে রঙিন সাজ,
কী অপরূপ আকাশ জুড়ে নতুন কারুকাজ।
মেঘ তোমাকে দিলাম ছুটি আজ,
আজ জিনানের পুতুল বিয়ে
হরেক ফুলের গয়না দিয়ে
জিনান আমার সাজবে নতুন সাজ।
যেতে যেতে আজকে বিয়ের দাও্য়াতটুকু নিও,
এক পশলা বিষ্টিতে আজ তোমার আশীষ দিও।