তোমার কি মা মনে পড়ে
আমার প্রিয় রান্না ঘরে
পিঁড়ি কিম্বা মোড়া নিয়ে
একটু খানি গা ঘেঁষিয়ে-
তোমার শাড়ির আঁচল নিয়ে
লাজুক মুখে মিনমিনেয়ে
ছোট্ট বেলায় এই খোকাটার
থাকতো কতো বায়না?
তুমিও কি কম? হরেক রকম
পিঠা পুলি খয়ের ছাতু,
কড়ইর নাড়ু মুড়কি মোয়া,
ভাপা পুলি খেজুর মিঠে,
চালের গুঁড়ায় মিষ্টি পোয়া,
কাঁঠাল পাতায় তালের পিঠে।
বিননি ভাত আর পাটালি গুড়,
কতো রকম তাই না?
আমিও বেশ মজা পেতাম
করতে যা যা সবই খেতাম
তোমার মুখে দেখতে পেতাম
তৃপ্তি ভরা খুশির হাসি,
শীত সকালে করতে আদর
জড়িয়ে গায়ে তোমার চাদর
জানো কি মা? তোমায় আমি
কত্তো ভালোবাসি?