এখন আমার সকাল আর শুভ হয় না।
ঘুমের অরণ্যে  হারিয়ে যায় আমার  সমস্ত সকাল ।
আলো নিভিয়ে রাতের গভীর আধাঁর আর শুনতে চাই না দুঃখের সাতকাহন,
দেয় না সুখের সুরসুরি  
আমার মন ও শরীরে সব রস আজ বিরসের আধার।
জীবনের  ছ্ন্দ যখন পতনের সুর বাজায়,
তখন বাঁশির সুরও যেন বেসুরা হয়।
ছন্দময় জীবনের ছন্দপতন,
তাল, লয়ের অবস্থা বড়ই বেশামাল
হিশেব নিকাশের  ডায়েরিটাও আজ  বড্ড  বাড়াবাড়ি করছে
হিশাবের খাতায় তো গড়মিল লেগেই আছে।
তুমিই বলো প্রিয়া তার  সকাল শুভ কী করে হয়?