ভুলেছি কি!
ভুলেছি ভুলেছি যতই যপেছ;
ততই বারে স্মৃতিতে খুঁজেছ তাহার মমস্পশী কন্ঠাস্বর।
জুটে আর চলন হাসিতে;
লুকিয়ে রাখিয়ে তত পারিবে কি!
বেদন ডাকিতে?

ভুলেছ কি!তবে
ভোর আজন শেষে হতেই;
কেন আজও খুঁজিয়া পড় খুঁদেবার্তার কলন?

ভুলেছি কি!তবে,
বিশাল দেহের ক্লান্ত অবছায়;
দ্বি-প্রহর শেষ না হতই স্মরণ কর তাহারে?
তবে কেন?
হাজার কর্মে বিজিনেসে স্মরণে কমতি রাখোনা ইট্টুতে।

ভুলেছি কি!তবে,
গোধুলী লগনে অতৃপ্তির গল্পের সুরে ডুব;
কেন তাহারে নিয়ে?
কেনই বা;
মধ্যরাত পার হতেই বুকুল গন্ধে;
সময় জ্ঞানের ধার না ধারিয়ে;
আজও থাকো লেমবাতির তলে?

হ উত্তরি নাই তোমারি,
ভুলাই যাইনা কাহরি,স্মরণ পরিবে ঠিক;
প্রিয়ে নামে ডাক শুনিবে যখনি;
মাঝ রাস্তায় শিশুর নাম শুনিয়ে।
পরিবে,
গুনগুনিয়ে শতদিন পরে;
শুনাবে যখন 'ওগো'শব্দ পাশ দিয়ে;
কেও ডাকিবে প্রিয় কে বলিয়া।আরও কত্ত