যত গ্লানি পুরানের,
সব যাক মুছে।
নতুনের আগমনে এই মোর পরিহাত;
খোদারও তরে।
খরাই কাঠ হবা মাঠ,
শ্যামল শস্যে ভরে উঠক।
এই চাওয়া মোর পূণ্য হউক ;
এই নতুনের দিনে।
হিংসা বিবাদ সব যাক দূরে।
ভ্রাতৃত্ব উঠুক গড়ে সকলের মাঝে।
এই চাওয়া ও পূর্ণ হোক মোর;
এই নতুনের দিনে।
প্রেম বৃত্তি দিয়ে খাড়া বসুধা নামের কুঠির নির্মান;
হোক তাও পূর্ণ সত্যিকারের প্রণয় দিয়া।
এই মোর শেষ চাওয়া এই নতুনে।
খোদাতায়ালা, কর পূরণ;
মোর এই আর্জিও তোমারও দরবারে।