একটা বৈশাখি ঝড়;
বয়েছে অনেক দিন আগে!তাবে;
এখনো হালকা হাওয়া;
আমি শিহরিত হয়,
সে ক্ষতর ভয়ে।
আমি চিৎকারে কাঁদিতে পারিনা ওই ভয়ে;
কারণ,বাক যে গেল মোর চলে।
শুধু ফুপিয়ে মোরি অহর নিশি সবে।
কেন হলো ডর আপনার সঙ্গতে?
অর্থ কুড়ি কারণ নাকি;
লোকে মোরে বলে।