হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা এক তীব্র বাসনা।
ইচ্ছেতেই নিজেকে হারাতে চাই কোন এক অরণ্যক পর্বতে।
সুপ্ত প্রেম বহু কারনে বহু দিবস চাপিয়ে রেখেছি হৃদয়ে।
কে যেন ডাকিয়া আনিয়াছে শহরে;
মানুষ হয়ত হবে নাকি আমারে।
তবে তখন কি পশু ছিলাম?
মুয়াজ্জিনের ডাকে আমি যখন ভোরে উঠিতাম?
ভোরে কৃষাণ কর্মে,
আব্বার সাথে যখন মাঠে যাইতাম?