হরিষ মোর আনন্দ নাচে টগবগিয়ে।
ভেবে,তোকে দেখবার প্রমোদে।
কেমন হবি তুই!

কখনো কদম কখনো কৃষ্ণনাচূড়া।
তুই হবি কার তুলনা;
ভাবিয়া তুলিয়াছে;
মোর এই আষাঢ় সন্ধায়।

যদিবা নাহি হোস এদের কারো তুলনা,
তবে,যেন হস হাসনাহেনা বাহারী পুষ্পা।
যেমন সে ছোট্ট তবে,
গুনেতে মাতিয়া বেড়ায়;
তার গন্ধো ওই সাড়া সন্ধো।