ভিজবো আমি এই নিশিতে;
আহ্লাদী মনে কথা শুনি।
ব্যাধি নামের শব্দটারে দিলাম আজি ছুটি।
এই বলে;
ছাতা নামের টুপিটা দিলাম আজি ফেলি।

হইল না মোর পূরণ যত শখেদি।
তড়িৎ আলোয় থমকে গিয়ে;
বৃষ্টি নামের শ্রী।
হঠাৎ করে জ্বইলা ওইঠা লেইমপোস্টের বাতি।
দুপাইশেতে বইরা গেছে যে কৃত্রিমতার ঘি।
উপভোগে পারিনি আমি আজ শতদি;
অবিশ্রান্ত ঝরে পড়া বৃষ্টি বিলাশি প্রকৃতি।