শুনবে শুনবে এক অনুরাগীনির গল্প?
হা হা শুনবো,শ্রোতা কই।
তবে শুনো,প্রথম প্রণয় প্ররাম্ভ কাহিনী;
শ্রোতা বিমুগ্ধ সরে কই,কি প্রথম দেখায় ভালো লাগা?
উত্তরী না!তবে বারবার দেখায়?
আবারও উত্তরে কই,না তা-ও না!
শ্রোতা বিরক্তির সরে কই,তবে কেমনে হলো মশায়?
পুনারায় কথক কই;
তা জানি না বাপু।
তবে বেশ খানি রয়েছে আমায় ঘিরে;
তা বলিতে পারি আমি অনায়াসে।
এতে কনফিডেন্সে? শ্রোতা জিগায়;
আজ্ঞে হা।
কিভাবে?
সে যে বেশ অনুরাগী;
দেখেছি আমি গত ক'দিন ধরে।
সারাক্ষণ সে ছিল,আছে;
বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গত সময় ধরে।
তবে সে তো কাল;
গেল তোমায় ছেড়ে?
উত্তরে,না!যায়নি সে;
কখনো যাবেও না আর।
বিশ্বাস আছে মোর বুকের বা'পাশ সবটি জুড়ে।
তবে?
সে বুঝিয়েছে গত কয়েক সময়;
তার অস্তিত্ব আসে মোর কত খানি জুড়ে।
তাই আমি আবার করি মিনতি তারে;
সরি বলি,সব দোস আমার,হবে না আর কখনো।
ক্ষমা করে সে;
আসেক সে আরিক বারি ফিরে।