আকাশে নতুন চাঁদ
চারিদিকে কলতান
রোযাদার খুশি আজ
এলো মাহে রমজান।
সেহরিতে আছে ভেসে
নেয়ামত অফুরান
ইফতার শেষে আসে
তারাবির আহ্বান।
কোরআন নাজিল হলো
বাড়লো নবীর শান
কারাগারে বন্দী আজ
বিতাড়িত শয়তান।
বন্ধ দোজখের দ্বার
গোরেতে সুখের গান
ইতেকাফে পার হয়
মাহে এই রমজান।