দেশের যেই পরিস্থিতি
রাস্তায় বের হয়ে দেখি
কারা যে দাড়াই আছে
কি আছে আর দেখার বাকি।

ভয়ে ভয়ে কাছে যাই
কাছে যাওয়ার সাহস নাই
কাছে গিয়ে শুনি হায়
পোশাকের স্বাধীনতা চায়।

তওবা তওবা, কি দেখলাম ভাই
শাড়ি আছে বেলাউজ নাই
চিল্লায় চিল্লায় বলতেছে ভাই
পোশাকের স্বাধীনতা চাই।

আরেক দিকে চোখ যায়
দ্বিধায় পরে গেলাম হায়
মেয়ে নাকি ছেলে ভাই
বোঝার কোন উপায় নাই।

পেন্ট পরে হাঁটছে তারা
গেঞ্জিটাকেও ছারে নাই
শার্ট পরে ঘুরছে, তাদের
লজ্জা সরম কিছুই নাই।

দেখার কিছুই বাকি নাই
কেয়ামতের দেড়ি নাই
তাদের কথা বলব ই ভাই
বলার কোন ভাষা নাই।

~২০২৩ সালের কিছু মানুষের পোশাকের স্বাধীনতা চাওয়া কে কেন্দ্র করে কবিতাটি/ছন্দটি লেখা।