বায়ান্নের ওই দিবস টাকে
কে ভুলিতে চায়?
ভুলার যতই চেষ্টা করি
ভুলা কি আর যায়?
মোরা বাংলা কথা বলি
বাংলা গাই গান
এই বাংলার জন্যই সেদিন
অনেকে দিলো প্রাণ।
যাদের ত্যাগে বাংলা হলো
মোদের মাতৃভাষা
তাদের তরে জানাই সালাম,
অশেষ ভালোবাসা
লাভ হবেনা তাদের তরে
ফুল যদি ধরো
তাদের জন্য লাভ হবে ভাই
কোরআন যদি পড়ো।