আজও ভুলিনি তাকে
তার কথা ভেবেই কেটে যায়
নির্ঘুম রাত গুলো।
কখনো কখনো দু'চোখের কোণা বেয়ে
গড়িয়ে পড়ে অশ্রু
না, আজও ভুলতে পারিনি
ভুলতে পারিনি তাকে।
তার সেই কাজল কালো চোখের মিষ্টি চাহনি
রেশমি খোলা চুলে বাতাসের খেলা
কমলার মতো দু'ঠোটের মিষ্টি হাসি
ভুলতে পারিনি আজও
ভুলতে পারিনি তাকে।
আজও বুকের ভেতরটা হু হু করে ওঠে
ভালবাসার তৃষ্ণায় চৌচির বুকের জমিন
একটু খানি বৃষ্টি চায় এই মনটা
না, না, আকাশের বৃষ্টি নয়; ভালবাসার বৃষ্টি
আজও ফাকা পড়ে আছে
তার জন্য রাখা শুন্য বুকের জমিন।
না, আজও ভুলিনি
ভুলতে পারিনি তাকে।
সংসারের মায়াজালে বন্দী হয়ে
দিবানিশি অভিনয় করে যাচ্ছি যেন
বুকের মাঝে তার জায়গাটা
আজও নিতে পারেনি কেউ।
হয়তো পারবেও না কোনদিন।
জানি সে দিব্যি ভুলে গেছে সব।
কিন্তু না, আমি ভুলিনি
ভুলতে পারিনি তাকে।
যেমনি তাকে ভালবাসার অধিকার আছে আমার
তেমনি তারও তো আছে ভাল না বাসার অধিকার
তাই জোর করিনি তাকে, বাধ্য করিনি ভালবাসতে।
তার ফিরিয়ে দেয়া কষ্ট বুকে চেপে
শুধু চেয়েছি, সে যেন ভাল থাকে।
তবু আজও মনে পড়ে
ভুলতে পারিনি তাকে।
আমার যত শত কষ্টের নিরব সাক্ষী কেবল
রাতের আকাশ আর বিছানার বালিশ।
আমার কামনা সত্য হয়েছে হয়তো
হয়তো সে সুখে আছে অন্যের ভালবাসায়
তবু সত্যি আমি পারিনি
ভুলতে পারিনি তাকে।