মুক্তিযোদ্ধা, তুমি আবার এসো ফিরে
না না যুদ্ধ নয়, এসো শান্তির বার্তা নিয়ে।
আবারও ওড়াতে চাই লাল সবুজের পতাকা
না না অশ্রু নয়, নয় কোন রক্তের বিনিময়ে।
আবারও জাতি কঠিন সংকটে
তাকিয়ে আছে শুধুই তোমার অপেক্ষায়।
আরও একবার চাই, তোমার শক্ত দু'টি হাত
না না অস্ত্র নয়, চাই মুক্তিকামী একটি হৃদয়।
ধর্ষণ, হত্যা, সন্ত্রাস থামেনি আজও
সংশয় যেন আজ নিত্যদিনের সঙ্গী।
আরও একবার এসো মুক্তিযোদ্ধা তুমি
না না মৃত্যু নয়, এসো করতে দমন জঙ্গী।
আরও একটিবার চাই স্বাধীনতা
ওড়াতে চাই বিজয় নিশান।
চাই সুখ-সমৃদ্ধির একটি দেশ
না না সংশয় নয়, চাই গাইতে বিজয়ের গান।