ইলিশ কিনতে গিয়ে দেখি,
ইলিশ কোথাও নাইরে।
মাছের বাজার বেজায় গরম,
জাটকা ধরি তাইরে।
একশো নয়, দু'শো নয়,
ইলিশ হাকে হাজারে।
সুদ-ঘুষে যার পকেট গরম,
তারাই আসে বাজারে।
মাংসের বাজার বেজায় গরম,
ছোট্ট একটি খবরে।
মাংস নাকি ক'দিন পরে
কিনতে হবে ডলারে।
দুধ-ডিমে হয় পুষ্টি অনেক,
খেতে বলেন ডাক্তারে।
দাম শুনে তার মাথা ঘোরে,
কেমন করে বাঁচবোরে?
এমনি করে বাজার গরম
হচ্ছে সকল স্তরে।
স্বাধীন দেশে দামের বাজার
স্বাধীনভাবেই বাড়ছেরে!