ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া
কিযে করিব আমি কেমন করিয়া
সেই কথা সর্বক্ষন চলেছি ভাবিয়া।
অধিকার আছে, তবু প্রতিষ্ঠা নাই
কেমন করিয়া বল তোমাকে চাই?
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।
যখনই দেখি বাগানে গোলাপ দুলিছে ফুটিয়া
ইচ্ছে করে দিতে তোমার খোপায় একটি গুজিয়া।
সাধ আছে, তবু সাধ্য নাই
হৃদয়ের মাঝে শুধু হাহাকার তাই।
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।
প্রচন্ড গরমে বৃষ্টি যখন শীতলতা আনে বহিয়া
তোমাকেই চায় হৃদয় আমার আকুল হইয়া।
প্রেম আছে, তবু প্রকাশ নাই
কেমন করিয়া বল তোমাকে পাই?
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।
গভীর রাত্রি প্রকৃতি যথন থাকে ঘুমাইয়া
কল্পনার চেতনাতে যায় তোমাকে ভালবাসিয়া।
মন আছে, তবু মুল্য নাই
কেমন করিয়া ভালবাসিব তোমায়?
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।
বিধাতার কাছে শত শত বার মিনতি করিয়া
বাসিয়া ভাল অন্তরে তোমায় নিয়াছি বাধিয়া।
কথা আছে, তবু ভাষা নাই
পারিনা বলিতে, যদিও বলিতে চাই।
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।
কবিতার এই ভাষা যদি নিতে পারাে বুঝিয়া
তবেই বুঝিবে মোরে অতি শীঘ্র করিয়া।
জীবনের মোহনায়, তোমাকেই চাই
আশা আছে, তবু ভরসা নাই।
কেমন করিয়া বলি তুমি যে প্রাণের পাপিয়া!
ব্যর্থ, আমি ব্যর্থ, ব্যর্থতা মোর জীবন ঘিরিয়া।