ফলে বিষ, মাছে বিষ; বিষে ভরা তরকারি
বাঁচবো নাকি মরবো খেলে, জানা ভীষণ দরকারী।
রাসায়নিক কেমিকেলে ছেয়ে গেছে বাজারটা
টাঁটকা ভেবে আনছি কিনে মৃত্যু নামক ফাঁদটা।
অসুখ হলে ওষুধ খেতে বড্ড এখন ভয় করে
সুস্থ হতে ওষুধ খেয়ে আমার দেশে লোক মরে।
সেবার নামে চলছে ভালই বিষ ওষুধের ব্যবসাটা
চুপটি করে ঘুমটি মেরে বসে আছে রাজ্যটা।
হোটেল গুলোর লোভনীয় খাবার দেখে জীভ নড়ে
তার মাঝেও বিষ লুকানো, মৃত্যু ডাকে হাত নেড়ে।
দুধ, ডিম কোন কিছুই নাইরে এখন বিষ ছাড়া
বিদেশ থেকে খাবার আসে তার মাঝেও বিষ ভরা।
কার্বাইড, ফরমালিন আরও কতো নাম শুনি
যে নামেতেই হোকনা ডাকা, বিষ বলেই তা জানি।
কৃত্রিম বিষের দংশনে নিত্যদিনই লোক মরে
এমন কোন নাইরে ওঝা কৃত্রিম এসব বিষ মারে।