সুখে থাকলে ভুতে কিলায় সর্ব লোকে বলে
অতি সুখ কারো কারো সয়না কপালে
নিজের ভুলে দুঃখ ডাকে, সুখে থাকার ছলে
নকল প্রেমের পিছে ছোটে, আসলটাকে ফেলে।
মাথায় চড়ে বসে মানুষ অতি আদর পেলে
ভাল্লাগেনা অতি আদর নতুন কিছু পেলে
মিথ্যেটাকে সত্যি ভেবে ভাসে চেখের জলে
শিক্ষা তবু হয়না আবার জড়ায় নতুন ভুলে।
রাতের আধার কেটে গেলে, নতুন রবি জ্বলে
কলংক কি যায়রে মুছা, একবার গায়ে নিলে?
বাঁকা পথে চলেরে কেউ সোজা পথ ফেলে
সুখে থাকলে ভুতে কিলায় তাইতো লোকে বলে।